হোম > ছাপা সংস্করণ

সিসিক মেয়রের খুলনায় বিভিন্ন প্রকল্প পরিদর্শন

সিলেট প্রতিনিধি

খুলনা ওয়াসা এবং খুলনা সিটি করপোরেশনের (খুসিক) বিভিন্ন উন্নয়ন প্রকল্প গত শনিবার পরিদর্শন করেছেন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৪৪ জনের প্রতিনিধি দল। অভিজ্ঞতা নিতে গত বৃহস্পতিবার বহর নিয়ে খুলনায় যান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়া, করপোরেশনের রাজস্ব আদায় কার্যক্রম, ই-গভর্নেন্স ও উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন পদ্ধতি, অপরিশোধিত পেট্রোলিয়াম প্ল্যান্টের কার্যক্রম এবং ওয়াসার পানি সরবরাহ কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

সিসিকের প্রতিনিধি দলটি গত শনিবার খুলনা ওয়াসার বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে যান। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে প্রকল্প এলাকা ঘুরে দেখান।

খুলনা ওয়াসা কর্তৃপক্ষ জানায়, ৩৩ কিলোমিটার দূরের মধুমতি নদী থেকে সংযোগ লাইনের মাধ্যমে পানি এনে বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ১১ কোটি লিটার পানি পরিশোধন করা হয়। ৬৬ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আধুনিক পদ্ধতিতে পানি পরিশোধন করে ছয়টি জোনে খুলনা সিটি করপোরেশনে পানি সরবরাহ করা হয়। পরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এদিকে দুপুরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকসহ কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় খুলনা সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মতবিনিময় করেন তাঁরা।

পরে খুলনা সিটি করপোরেশনের মানব বর্জ্য পরিশোধন প্রকল্প পরিদর্শন করেন সিসিকের প্রতিনিধি দলটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ