হোম > ছাপা সংস্করণ

স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না

গাজীপুরের শ্রীপুরে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের (ইউনিয়ন) নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নুরুল হক আকন্দ। স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ আকন্দকে তিনি এ হুমকি দিয়েছেন। ইতিমধ্যে এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার দুপুরে প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া বাজারে এক পথসভার আয়োজন করেন নৌকার প্রার্থী নুরুল হক আকন্দের কর্মীরা। এ সময় কর্মী-সমর্থদের উদ্দেশে তিনি বলেন, ‘এ প্রহলাদপুর ইউনিয়নের ২৭ গ্রামের কোথাও স্বতন্ত্র প্রার্থীর কোনো পোস্টার লাগাতে দেওয়া হবে না। নির্বাচনী কার্যক্রমের জন্য কোনো গ্রামেও ঢুকতে দেওয়া হবে না।’

নুরুল হক আকন্দ বলেন, ‘যদি কোথাও স্বতন্ত্র প্রার্থীর পোস্টার লাগানো হয়, তাহলে ছিঁড়ে ফেলতে হবে। যদি আপনারা না পারেন, আমাকে বলবেন। তাঁদের কোনো নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।’

এ বিষয়ে আবু সাঈদ আকন্দ বলেন, ‘অনেক বেশি চাপে আছি। এরই মধ্যে আমার একাধিক নেতা-কর্মীকে নৌকার প্রার্থীর লোকজন মারধর করেছে। হুমকি দিচ্ছে নির্বাচন কার্যক্রম বন্ধ রাখতে।’

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান বলেন, ‘এমন একটি বক্তব্যের বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা ওই প্রার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছি। তিনি নির্বাচনবিধির ১৮ ধারা লঙ্ঘন করেছেন। উপযুক্ত জবাব না পেলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ