গাজীপুরের টঙ্গীতে একটি বসতবাড়িতে আগুনের লেগে তিনটি ঘর পুড়ে গেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা সিকদার মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
বাড়ির মালিক জালাল বলেন, ‘বুধবার রাতে একটি ঘরে ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার তিনটি ঘর পুড়ে যায়।’
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, বুধবার রাতে গাজীপুরা এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বসতবাড়ির তিনটি ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।