মুন্সিগঞ্জের লৌহজংয়ে একটি বসতবাড়ির টিনের ঘরের বেড়ায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রামে হাসান আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।
হাসান আলমের চিৎকারে আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে করে অল্পের জন্য রক্ষা পেল চারটি প্রাণ।
ভুক্তভোগী নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাসান আলম (৩৫) ও স্ত্রী শিউলি বেগম (২৫) জানান, তাঁরা প্রতিদিনের মতো রাতে ছেলে সোহান ও মেয়ে সোহানাকে নিয়ে ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে মেয়ের ঘুম ভেঙে যায়। রাত আড়াইটার দিকে বৃষ্টির ফোঁটা টিনের চালে পড়ছে মনে করে ঘর থেকে বের হলে দেখেন বেড়ায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাঁরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সাবেক নারী মেম্বার মিনা আক্তার আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘আমার ঘুম কম হয়, রাত আড়াইটার দিকে হাসানের চিৎকারে প্রথমে ভেবেছিলাম ডাকাত পড়েছে। ভয়ে ঘর থেকে বের হইনি। পরে হাসানের আগুন আগুন চিৎকারে ঘর থেকে বের হলে দেখি প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলে।’
লৌহজং থানার এএসআই মো. রফিক জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি প্রাথমিকভাবেধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়েছে।