হোম > ছাপা সংস্করণ

শেখ নাসের গোল্ডকাপে চ্যাম্পিয়ন মঘিয়া একাদশ

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় শেখ আবু নাসের স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার মঘিয়া ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মঘিয়া ফুটবল একাদশ ২-১ গোলে দেপাড়া দুরন্ত ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহিন। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেখ সোহরাব হোসেন প্রমুখ।

খেলার প্রথমার্ধে মঘিয়া ফুটবল একাদশ ২-০ গোলে এগিয়ে থাকে। পরে খেলার দ্বিতীয়ার্ধে দেপাড়া দুরন্ত ফুটবল একাদশ ১ গোল করে। মঘিয়া স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলা পরিচালনা করেন আব্দুর রহমান, সাচ্চু সেখ ও এবাদুল ইসলাম।

এ সময় উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক সেখ মোস্তাফিজুর রহমান মোস্ত, সেখ কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ফকির নওরোসুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজরা রেজা সেলিম, দপ্তর সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বাধালের চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, রাড়িপাড়ার চেয়ারম্যান নাজমা খানম, মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেখ কামরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদুজ্জামান প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ