হোম > ছাপা সংস্করণ

অধিনায়ক ঘোষণার আগে সাকিবকে নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নুরুল হাসান সোহানের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সংস্করণে তারুণ্যনির্ভর দলকে পরখ করে দেখার কাজ শেষ হয়েছে। এবার এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে লম্বা মেয়াদে অধিনায়ক খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আলোচনায় চার ক্রিকেটারের নাম এসেছে।

দুটি বড় টুর্নামেন্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগামী এক বছরের মধ্যে উন্নতি দেখতে চায় বিসিবি। এমন পরিস্থিতিতে লম্বা মেয়াদে অধিনায়ক খুঁজছে বিসিবিও। সে ক্ষেত্রে সাকিব আল হাসানের নামটাই বেশ জোরেশোরে উচ্চারিত হচ্ছে। এ তালিকায় আছেন লিটন দাস, নুরুল হাসান সোহান ও গত আড়াই বছর ধরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও।

বিসিবি সূত্রে জানা গেছে, এরই মধ্যে টি-টোয়েন্টির অধিনায়কত্ব করতে লিটনের অনাগ্রহ আর মাহমুদউল্লাহকে অধিনায়কত্বের চাপ থেকে সরিয়ে শুধুই খেলোয়াড় হিসেবে খেলানোর পরিকল্পনায় তাঁদের দুজনের নামও তালিকাতে নেই। ফলে সাকিব আর সোহানকে ঘিরেই মূল পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। এর মধ্যে সোহান চোটে পড়ায় দুই দুইয়ে চার মিলিয়ে সাকিবের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার বিষয়টা আরও পরিষ্কার হচ্ছে।

অধিনায়কত্ব নিয়ে অবশ্য বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটু রহস্যই করেছেন। গতকাল বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘নেতৃত্বের জন্য রিয়াদ-সাকিবের নাম আছে। অস্বীকার করার কিছু নেই। আগে ছিল লিটনের নাম, এখন নতুন যোগ হয়েছে সোহান। অনেকে মনে করছে, সোহান ভবিষ্যতের জন্য সেরা অধিনায়ক হবে। কিন্তু এখনই চূড়ান্ত না করে কিছু বলা যাবে না। যাকেই অধিনায়ক করি না কেন, তার সঙ্গে চাওয়া-পাওয়া নিয়ে আলোচনা করতে হবে।’

পাপন সরাসরি সাকিবের নাম না বললেও বোর্ড সভায় উপস্থিত থাকা বিসিবির একটি সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, যেহেতু লম্বা মেয়াদে অধিনায়ক খুঁজছে বিসিবি, সবার পছন্দের তালিকায় সাকিবই এগিয়ে। তাঁর সঙ্গে আলোচনা করে আগামী দুই-তিন দিনের মধ্যে এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

সাকিব অধিনায়ক হলেও এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহর থাকার সম্ভাবনাই বেশি। মিডল অর্ডারের ভরসা হিসেবেই মাহমুদউল্লাহকে দেখতে চান বিসিবি সভাপতি পাপনও। টেস্টের নেতৃত্ব ছেড়ে দেওয়া মুমিনুল হকের সঙ্গে মাহমুদউল্লাহর তুলনা করে তিনি বলেছেন, ‘অধিনায়কত্ব থেকে বিরতি দরকার (মাহমুদউল্লাহর), চাপ কমাতে। যেটা আমরা মুমিনুলের ক্ষেত্রে করেছি। তাই বলে বাদ পড়েনি কেউ এখনো।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করার আগে সাকিবকে নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। গতকালের বোর্ড সভায় আলোচনা হয়েছে ‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে বাঁহাতি অলরাউন্ডারের চুক্তি নিয়ে।

বেটউইনার নিউজ খেলাধুলার সংবাদবিষয়ক ওয়েবসাইট হলেও মূলত বেটউইনার নামে একটি বেটিং কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এটি। যেহেতু বাংলাদেশের আইনে বেটিং বা জুয়া নিষিদ্ধ, আলোচনাটা সে কারণেই। তবে পাপন জানিয়েছেন, বিসিবিকে জানিয়ে সাকিব এই চুক্তি করেননি। বিসিবি সভাপতি বলেছেন, ‘আমাদের অনুমতি নেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা তো অনুমতি দেবই না। তার মানে আমাদের কাছে অনুমতি চায়নি। বলেছি, এমন চুক্তি হয়েছে কি না, তা সাকিবের কাছে জানতে চাওয়া হবে।’

গত রাতে সাকিবের সঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর এ বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে পূর্বাচলে হতে যাওয়া শেখ হাসিনা স্টেডিয়ামের নকশা ও পরামর্শক নিয়োগ। স্টেডিয়ামের রূপরেখা নিয়ে কাজ করবে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাস প্রাইভেট লিমিটেড।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ