কিশোরগঞ্জে ‘শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী’ নির্বাচিত হয়েছেন আবেদা আক্তার জাহান। তিনি মিঠামইনের তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়র প্রধান শিক্ষক। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ কিশোরগঞ্জ জেলা বাছাই কমিটি শিক্ষাক্ষেত্রে অবদান, নৈতিকতা, পাঠদান ও সামাজিকতা বিষয় গুরুত্ব দিয়ে আবেদাআক্তার জাহানকে নির্বাচিত করেন।
তিনি চলতি বছর দেশসেরা প্রধান শিক্ষক (মাধ্যমিক) প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১ আগস্ট এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরে ২০১৭ সালে বিদ্যালয়টি সরকারীকরণ হয়। তিনি পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান প্রধানের স্বীকৃতি অর্জন করেন।
শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী আবেদা আক্তার জাহান বলেন, সামনে আরও বেশি ভালো কাজ করতে সহায়ক হবে এই স্বীকৃতি।