হোম > ছাপা সংস্করণ

প্রসাধনী না পেয়ে বিষপানে আত্মহত্যা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে ইছম আক্তার নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। স্বামীর কাছে প্রসাধনীর বায়না করে না পেয়ে অভিমানে তিনি আত্মহত্যা করেন বলে স্বজনদের দাবি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাজাইল উত্তরপাড়া গ্রামের বাড়িতে ইছম বিষ পান করেন। পরে ঘরের দরোজা ভেঙে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রাতেই সখীপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, প্রায় ৯ মাস আগে বাজাইল গ্রামের কাঠমিস্ত্রি রওশন মিয়ার (২৬) সঙ্গে পাশের কালিয়াকৈর উপজেলার সোনাতুলা গ্রামের ইছম আক্তারের (১৯) বিয়ে হয়। ইছম বিভিন্ন সময় তাঁর স্বামীর কাছে দামি কাপড় ও প্রসাধন সামগ্রী কিনে দিতে বায়না ধরতেন। কিন্তু অধিকাংশ সময়ই রওশনের পক্ষে এ আবদার রাখা সম্ভব হতো না। এ কারণে ইছম অভিমান করতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইছম তাঁর স্বামী রওশনের কাছে আবার দামি প্রসাধন সামগ্রী কিনে দেওয়ার বায়না ধরেন। কিন্তু রওশন তাঁর কাছে টাকা নেই বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে মোবাইল ফোনে তাঁকে জানানো হয়, ইছম নিজের ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছেন। রওশন দ্রুত বাড়ি ফিরে এসে ঘরের দরজা ভেঙে দেখেন ইছম বিষপান করে মেঝেতে পড়ে আছেন। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই ইছমের মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। গৃহবধূর মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ