হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামি গ্রেপ্তার করেছে হরিরামপুর থানা-পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাটগ্রাম গ্রামের মৃত জৈনুদ্দিনের ছেলে জালাল, জালালের ছেলে আ. ছাত্তার, জালালের স্ত্রী ছকিনা বেগম, কালই গ্রামের বজলুর স্ত্রী ছালমা বেগম, ও গোপীনাথপুর গ্রামের কুটির ছেলে বিল্টু।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, শুক্রবার গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে।