বিটিভি
কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’ প্রচার হবে সকাল ৯টায়। বিশেষ সংগীতানুষ্ঠান প্রচার হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। কবিতা আবৃত্তির অনুষ্ঠান ‘আমারে দেব না ভুলিতে’ প্রচার হবে বিকেল ৫টা ৩৫ মিনিটে। নাটক ‘বনের পাপিয়া’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। কাজী নজরুল ইসলামের মূল গল্প থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন খায়রুল আলম সবুজ। প্রযোজনায় শাহজামান মিয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, ফারহানা মিলি, জয়রাজ, শিরিন আলম প্রমুখ।
চ্যানেল আই
সকাল ৭টা ৩০ মিনিটে রয়েছে স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। বেলা ১১টা ৫ মিনিট প্রচার হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় অনুষ্ঠান ‘সরাসরি নজরুল’। প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফেরদৌস আরার একক গানের অনুষ্ঠান। রাত ১০টায় প্রচার হবে নজরুলের বিখ্যাত বিদ্রোহী কবিতার ১০০ বছরপূর্তি উপলক্ষে কলকাতার ৩/৪-সি তালতলা লেনের যে ঘরটিতে বসে ‘বিদ্রোহী’ কবিতা নজরুল রচনা করেছিলেন, স্মৃতিবিজড়িত সেই স্থানে ধারণ করা একটি তথ্যচিত্র। রাত ১০টায় প্রচার হবে ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে নজরুল’।
এটিএন বাংলা
এটিএন বাংলার বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’। তানভীর আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা ও তানভীর আলম সজীব। গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা ও বিদ্রোহী কবিকে নিয়ে স্মৃতিচারণের ফাঁকে গান পরিবেশন করবেন শিল্পীরা। প্রচার হবে রাত ১০টা ৫০ মিনিটে।
মাছরাঙা টেলিভিশন
সকাল ৭টায় ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গান গাইবেন প্রিয়াংকা গোপ। নজরুলের গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘রাক্ষুসী’ প্রচার হবে রাত ৮টা ৩০ মিনিটে। রুশো রকিবের পরিচালনায় এতে অভিনয় করেছেন শর্মীমালা, শাহাদাত, নাজিরা মৌ প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে থাকবেন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী খায়রুল আনাম শাকিল।
আরটিভি
কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাটক ‘মেহেরনিগার’ প্রচার হবে বিকেল ৫টায়। চিত্রনাট্য শ্রাবণী ফেরদৌস, পরিচালনা শুভ্র খান। অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা, মনোজ কুমার প্রমুখ। কবি ইউসুফের স্বপ্নে পাওয়া ধন মেহেরনিগার। ইউসুফ সুদূর ওয়াজিরিস্তানের পাহাড় থেকে গানের তালিম নিতে এ দেশে এসেছে। মেহেরনিগারকে আপন করে পেতে চায় ইউসুফ। কিন্তু এক সময় প্রেমে বিচ্ছেদ আসে। কবি স্বদেশি আন্দোলনে যোগ দেয়। এভাবে এগিয়ে চলে এই নাটকের গল্প।
বাংলাভিশন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘সাম্যের গান গাই’ প্রচার হবে বাংলাভিশনে। অনুষ্ঠানের অতিথি নজরুলসংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শিমুল মুস্তাফা। অনুষ্ঠানে অতিথি কথা বলেছেন কাজী নজরুলের কবিতা, গল্প রচনার প্রেক্ষাপট সম্পর্কে। আরও আলোচনা করেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণাসহ নানা জানা-অজানা প্রসঙ্গে। অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করেছেন ফাতেমা তুজ জোহরা। সঙ্গে থাকছে শিমুল মুস্তাফার কবিতা আবৃত্তি। অনুষ্ঠানটি বাংলাভিশনে সম্প্রচারিত হবে বিকেল ৫টা ১০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।