ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঢালা সাজিয়ে রাখা হয়েছে হরেক রকমের পিঠা। গ্রামবাংলায় শীত মানেই নানা স্বাদের পিঠার আয়োজন। আর এই পিঠা নিয়ে যশোরের ঝিকরগাছায় অনুষ্ঠিত হয়েছে উৎসব।
গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন স্কুল প্রাঙ্গণে লেডিস ক্লাবে এ উৎসব হয়। প্রধান অতিথি যশোরের স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত এটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক, উপসহকারী কমিশনার (ভূমি) ডাক্তার নাজিব হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত।