হোম > ছাপা সংস্করণ

র‍্যাবের সোর্স হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, কেরানীগঞ্জ

কেরানীগঞ্জের আলোচিত র‍্যাবের সোর্স আলমগীর (২৪) হত্যা মামলার আসামি আনোয়ার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার সকালে পটুয়াখালীর দশমিনা থানা থেকে তাঁকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থান-পুলিশ। আনোয়ার পটুয়াখালীর বাউফল থানার হোসনাদাব গ্রামের আলী মুন্সির ছেলে।

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবজাল। তিনি জানান, গত ২৭ সেপ্টেম্বর রাতে আলমগীর হোসেনকে উপজেলার চড়াইল আবু সাঈদের রিকশার গ্যারেজের সামনে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যান। পরে নিহতের বড় ভাই জুয়েল হোসেন বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এসআই বলেন, আলমগীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তর পাড়ার হাবিবনগরের ভাড়াটিয়া ছিলেন। তিনি অটোরিকশা চালানোর পাশাপাশি মাদক ব্যবসা করতেন। আলমগীর হত্যা মামলায় পিচ্চি বাবু, কাউয়া লিটন ও সবর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআই আবজাল বলেন, এ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানা যায়, আলমগীরসহ তারা সকলে একইসঙ্গে মাদকের ব্যবসা করতেন। কোনো কারণে তাদের মাঝে মতবিরোধ দেখা দিলে নিহত আলমগীর তার চার সহযোগী আনোয়ার, বাবু, লিটন ও সবর আলীকে র‍্যাবে ধরিয়ে দেয়। তারা জেল থেকে বের হয়ে মাদকের কথা বলে আলমগীরকে বাসা থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করে মোবাইল ফোন বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এসআই বলেন, চার হত্যাকারীর তিনজনকে গ্রেপ্তার করা গেলেও মূল পরিকল্পনাকারী আনোয়ারকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, এটি একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। পুলিশের আপ্রাণ চেষ্টায় হত্যায় সম্পৃক্ত সবাইকে গ্রেপ্তার করা গেছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ