হোম > ছাপা সংস্করণ

সবাই প্রবেশপত্র পেল, আসেনি শুধু পলাশের

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে কলেজ অধ্যক্ষের অবহেলায় পলাশ চন্দ্র রায় নামের এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীর বাবা পবিত্র চন্দ্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পলাশ চন্দ্র রায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। পরে মধুপুর ময়নাকুড়ি টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ এলাহি বকস তাকে তাঁর কলেজে ভর্তি হয়ে সেখান থেকে ফরম পূরণ করতে বলেন। এ জন্য চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষ তার ভর্তি ও ফরমসহ বিভিন্ন অজুহাত দিয়ে কয়েক দফায় ২২ হাজার ৮০০ টাকা নিয়েছেন।

শিক্ষার্থী পলাশ চন্দ্র রায় বলেন, ‘আগামী রোববার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা। কলেজের সবাইকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র দিলেও শুধু আমাকে দেওয়া হয়নি। অধ্যক্ষ আমাকে বলেন কাগজপত্রের ত্রুটি থাকায় ফরম পূরণ হয়নি।’

পলাশের বাবা পবিত্র চন্দ্র অভিযোগ করে বলেন, ‘সন্তানের ভর্তি ফরম পূরণসহ বিভিন্ন অজুহাতে কয়েক দফায় অধ্যক্ষ আমার কাছ থেকে ২২ হাজার ৮০০ টাকা নেন। এরপর তিনি ভর্তির ২ হাজার ১০০ টাকা এবং ফরম পূরণের ২ হাজার ৩০০ টাকার রসিদ দেন। টাকা নিয়েও কেন আমার সন্তান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না?’

এ বিষয়ে জানতে অধ্যক্ষ এলাহি বকসের মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো সাড়া পাওয়া যায়নি।

ইউএনও আবু সাঈদ বলেন, ‘বিষয়টি শুনেছি। আমার কার্যালয়ে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ