কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় আবু তৌহিদ ফজলুল করিম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মটর যন্ত্রাংশ ব্যবসায়ী ফজলুল করিম কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লকের শওকত আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফজলুল বটতৈল এলাকায় লিটন মটরস নামের একটি মটর পার্সের দোকানের মালিক। তিনি রাতে দোকান বন্ধ করে বাইপাস এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে কুষ্টিয়া হাইওয়ে থানা-পুলিশ ফজলুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক্টরের চাপায় আব্দুস সালাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ শহরের মধুগঞ্জ দশতলার সামনে এ দুর্ঘটনা ঘটে। সালামের বাড়ি শিমলা রোকনপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, সকালে বাইসাইকেলযোগে সালাম শহরের পুরাতন বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি মাটিটানা ট্রাক্টর তাঁকে চাপা দেয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।