পটুয়াখালীর কুয়াকাটায় বাসচাপায় আবদুস সোবাহান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের তুলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুস সোবাহান লতাচাপলী ইউপির তুলাতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সোবাহান তাঁর বাড়ি থেকে তুলাতলী বাজারে আসছিলেন। এ সময় পথিমধ্যে ঢাকাগামী মিমজাল নামের পরিবহন তাঁকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।