বগুড়ায় একজন ইন্টার্ন চিকিৎসক গত মঙ্গলবার সন্ধ্যায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতের আহত হয়েছেন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
ওই চিকিৎসকের নাম তৌহিদুল ইসলাম তুহিন। তিনি শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক। গতকাল বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন।
এসআই শামীম জানান, মঙ্গলবার সন্ধ্যায় ইন্টার্ন চিকিৎসক তুহিন শজিমেকের সামনে ২ নম্বর গেটের বিপরীত পাশে অবস্থান করছিলেন। তাঁর সঙ্গে আরেকজন ছিলেন। এ সময় ছিনতাইকারীদের কবলে পড়েন তাঁরা। ছিনতাইকারীদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসক তুহিনকে ছুরিকাঘাত করা হয়। ছুরি দিয়ে তাঁর ঊরুতে দুইবার আঘাত করা হয়েছে। পরে তুহিনের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ছুরিকাঘাতের শিকার হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তুহিনকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শঙ্কামুক্ত। ছিনতাইকারীদের ধরতে ঘটনার পর থেকেই অভিযান চলছে। ছিনতাইকারী তিনজন ছিলেন বলে জানা গেছে।