হোম > ছাপা সংস্করণ

সড়কের মরা গাছে দুর্ঘটনার আশঙ্কা

আনিসুল ইসলাম, কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ার হাতিরদিয়া সড়কের ওপর মরে যাওয়া শতাধিক শিশুগাছ। ৮-১০ বছর ধরে শুকিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে আছে এ গাছগুলো। কী কারণে গাছগুলো মরে গেছে তা বলতে পারছেন না স্থানীয়রা। স্থানীয়দের আশঙ্কা যেকোনো সময় মরা গাছ উপড়ে পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল বাজারের পশ্চিম পাশে মাদুলি বিল এলাকায় শতাধিক শিশুগাছ মরা অবস্থায় দাঁড়িয়ে আছে। কিছু ভেঙে পড়েছে পাশের কৃষিজমিতে। পানিতে পচে ও কাঠপোকায় খেয়ে নষ্ট করে ফেলেছে গাছগুলো। গনী মার্কেট এলাকায় অর্ধশতাধিক শিশুগাছ মরে দাঁড়িয়ে আছে।

বার কিছু কাজ ভেঙে পড়েছে পাশের ধানখেতে। সড়কটির গাবতলী এলাকার অবস্থাও একই। শতাধিক গাছ শুকিয়ে সড়কে হেলে রয়েছে।

হেলে পড়া কিছু মরা গাছ কেটে সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।

দক্ষিণগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, সড়কের পাশে আমার কিছু কৃষিজমি আছে। ওই মরা গাছগুলো আমার জমিতে পড়ে রয়েছে। যার ফলে হালচাষ করতে সমস্যা হচ্ছে। ট্রাক্টর বা গরু দিয়ে চাষ করা যাচ্ছে না। এখন যদি এই গাছগুলো সরকারিভাবে কেটে নিয়ে যাওয়া হয় অথবা সরকার নিলামে বিক্রি করে, তাহলে আমরা ক্ষতির হাত থেকে রক্ষা পাব।

গাবতলী এলাকার ব্যবসায়ী মো. মনির বলেন, বিভিন্ন সময় এই মরা গাছগুলো সড়কের ওপর ভেঙে পড়ে। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়। এলাকাবাসী মিলে গাছ কেটে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় তখন।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমানত হোসেন খান বলেন, গত এক বছরে বহুবার উদ্যোগ নেওয়া হয়েছে এই গাছগুলো নিলামে বিক্রি করার জন্য। বন বিভাগের সহযোগিতা না পাওয়ায় তা সম্ভব হয়নি।

গাজীপুর জেলার রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দীন বলেন, গাছগুলো সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাপাসিয়ার বন বিভাগের বিট কর্মকর্তা মো. আশেক আলী বলেন, গাছগুলো আমাদের বন বিভাগের নয়।  

ইউএনও এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, মরা গাছগুলোর বিষয়ে রোডস অ্যান্ড হাইওয়ের সঙ্গে কথা হয়েছে। তাদের লোক দিয়ে গাছগুলো চিহ্নিত করা হবে। পরে বন বিভাগের লোক দিয়ে পরিমাপ করে পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। এই কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ