জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন সংশ্লিষ্টদের দাবির মুখে ভাড়া বাড়িয়েছে সরকার। এরপরও বাড়তি ভাড়া আদায় করলে চালকদের শাস্তি পেতে হবে। এ জন্য নজরদারি করবে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার ব্রাহ্মণপাড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া-চান্দলা সড়কসহ উপজেলায় চলাচল করা সিএনজিচালিত অটোরিকশা, বাস ও অন্যান্য যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় করলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যানজট নিয়ন্ত্রণেও ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
এ ছাড়া সভায় টাস্কফোর্সের মাধ্যমে মাদকবিরোধী অভিযান জোরদার, ইউনিয়ন ভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠন, মাধ্যমিক পরীক্ষায় নকলমুক্ত পরিবেশে নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা সভায় সভাপতিত্ব করেন।