হোম > ছাপা সংস্করণ

একসঙ্গে দুই সিনেমার শুটিংয়ে অধরা

একাধিক নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে বছর শুরু করেছিলেন চিত্রনায়িকা অধরা খান। এর মধ্যে ‘সুলতানপুর’ সিনেমাটি কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া টানা শিডিউল দিয়ে আরও দুই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

 ৬ মার্চ থেকে অধরা শুটিং করছেন সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ সিনেমার। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে চলছে শুটিং। অধরা খান বলেন, ‘দেশের বড় একটি ইস্যু নিয়ে সিনেমাটি তৈরি হচ্ছে। এর বেশি বলা নিষেধ। পুরো টিম নিজেদের উজাড় করে কাজটি করছে। এতে আমার বিপরীতে রয়েছেন রকি খান। আরও অভিনয় করছেন ফেরদৌস ভাই ও সিমলা আপুর মতো গুণী শিল্পীরা। তাঁদের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগবে আমার।’

নিজের চরিত্র নিয়ে অধরা বলেন, ‘দখিন দুয়ারে আমার চরিত্রের নাম খেয়া। মুক্তির পর দর্শক বুঝতে পারবেন এই সিনেমাটি এবং খেয়া চরিত্রটি কতটা চমকপ্রদ।’ 
জানুয়ারিতে এই সিনেমার প্রথম লটের শুটিং করেছিলেন অধরা। সে সময় কনকনে ঠান্ডায় শুটিং করেছিলেন। সেই অভিজ্ঞতা জানিয়ে অধরা বলেন, ‘নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি দৃশ্যের শুটিং ছিল। ঘন কুয়াশার মধ্যে আমরা শুট করেছি। কী যে ঠান্ডা ছিল, বলে বোঝাতে পারব না। সবাই জানেন ডায়মন্ড ভাই সব সময় বাস্তবচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এর জন্য কোনো ছাড় দিতে নারাজ তিনি। তাই সেই ঠান্ডার মাঝেই শুট করতে হয়েছে আমাদের। এখন আবার শুটিং হচ্ছে তীব্র রোদের মধ্যে। আসলে দর্শক যে রকম সিনেমা দেখতে চান, ঠিক তেমনই একটি সিনেমা দখিন দুয়ার।’

এ সিনেমার আগে অধরা অংশ নিয়েছিলেন ‘ঠোকর’-এর শুটিংয়ে। মাজহার বাবুর পরিচালনায় এ সিনেমায় তাঁর চরিত্রের নাম অধরা। চরিত্রটি নিয়ে বিশদ না বললেও এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করেননি বলে জানান তিনি।

‘দখিন দুয়ার’ সিনেমার শুট শেষে আবারও ‘ঠোকর’ সিনেমার কাজ শুরু করবেন অধরা। পাশাপাশি দুই ধরনের চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে অধরা বলেন, ‘চ্যালেঞ্জ তো আছেই, তবে পেশাদারত্বের কথা চিন্তা করে শিল্পীদের এই চ্যালেঞ্জটা নিতে হয়। চেষ্টা করছি নিজের সেরাটি দিয়ে চরিত্র দুটি ফুটিয়ে তুলতে।’

আগামী ২ জুন মুক্তি পাচ্ছে অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি। সৈকত নাসিরের পরিচালনায় এতে তাঁকে দেখা যাবে সীমান্ত এলাকার এক নেত্রীর ভূমিকায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ