মানিকগঞ্জের ঘিওরের সাত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে গতকাল মঙ্গলবার। একই দিন প্রতীক বরাদ্দ পেয়েছেন সাটুরিয়ার নয় ইউপির চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা।
ঘিওর: ঘিওরের গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতীক বরাদ্দ দিয়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। প্রার্থীরা তাঁদের পছন্দের প্রতীক চেয়ে আবেদন করেন। একই প্রতীকের একাধিক দাবিদার থাকলে লটারি করে তা বরাদ্দ করা হয়েছে।
ঘিওর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাম্মৎ ফেরদৌসী বেগম বলেন, উপজেলার সাতটি ইউনিয়নের জন্য চেয়ারম্যান পদে ৩৬ জন, ২৬৫ জন সাধারণ সদস্য এবং ৮০ জন সংরক্ষিত মহিলা সদস্য পদের জন্য প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তারা। উপজেলার এ সাত ইউনিয়নে সব মিলিয়ে ৩৮১ জন প্রতীক বরাদ্দ পেয়েছেন।
প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন সাতজন, জাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গল পেয়েছেন একজন এবং জাকের পার্টির গোলাপ ফুল পেয়েছেন একজন। বাকিরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস, ঘোড়াসহ নানা প্রতীক পেয়েছেন।
সাটুরিয়া: সাটুরিয়ায় নয় ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন ৩৬ জন প্রার্থী। এ নয় ইউপিতে ২৮৩ জন সাধারণ সদস্যদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সংরক্ষিত নারী সদস্য পদে প্রতীক পেয়েছেন ৯৭ জন। মোট প্রতীক বরাদ্দ পেয়েছেন ৪১৬ জন।
ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ছিল ২৯ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল গত সোমবার। প্রতীক বরাদ্দ হয়েছে গতকাল মঙ্গলবার। আগামী ২৬ ডিসেম্বর হবে ভোটগ্রহণ।