হোম > ছাপা সংস্করণ

শৈত্যপ্রবাহে বেড়েছে জ্বর সর্দির রোগী

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে কয়েক দিনের শৈত্যপ্রবাহে বেড়ে গেছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু-বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দিতে আক্রান্ত হচ্ছেন বেশি। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ওমেদুল হাসান সম্রাট আজকের পত্রিকাকে জানান, শীতের কারণে হঠাৎ করেই ডায়রিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত তিন দিন থেকে প্রতিদিন ১৫-২০ জন শিশু ও বয়স্ক ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এ ছাড়া শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের সংখ্যাও বেড়েছে।

সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বাবড়ীঝাড় এলাকার গৃহবধূ শাহানাজ আকতার জানান, গত শনিবার সন্ধ্যার পর হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয় তার দুই বছরের পুত্র আবির হোসেন। এরপর কয়েক বার বমিও করে। পল্লি চিকিৎসককে দেখানো হলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। রাতেই সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এখন অনেকটাই সুস্থ।

নীলফামারী জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবির বলেন, শীতজনিত রোগে আক্রান্ত হওয়ার যে প্রবণতা, তাতে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি। সংখ্যা যদিও বেড়েছে, তবে এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যথেষ্ট জনবল ও পর্যাপ্ত ওষুধ মজুত আছে। বয়স্ক ও শিশুদের যেন কোনোভাবে ঠান্ডা না লাগে সে ব্যাপারে স্বাস্থ্য বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ