ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সর্বশেষ আসরটা হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এরপর করোনায় ঘরোয়া ক্রিকেটের সূচিটা এলোমেলো হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একে একে ফিরিয়েছে দেশের প্রায় সব ধরনের প্রতিযোগিতা। বাদ ছিল শুধু বিসিএল। সেটিও ফিরছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে।
করোনার কারণে ভেস্তে গেছে বিসিএলের ২০২০-২১ মৌসুম। ২০২১-২২ মৌসুমের বিসিএল শুরুর সম্ভাব্য তারিখ আগামী ১২ ডিসেম্বর। চার দিনের ম্যাচের প্রতিযোগিতা শেষে এবার বিসিএলে থাকছে ৫০ ওভারের ম্যাচও। বিসিএলে সর্বশেষ ৫০ ওভারের ম্যাচ হয়েছে ২০১৫ সালের এপ্রিলে। সেবার বড় দৈর্ঘ্যের ম্যাচের সঙ্গে বিসিএলে এক দিনের ম্যাচ রাখার প্রধান উদ্দেশ্য ছিল দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি সারা। বিসিএল ওয়ানডের ফাইনালে সেবার উত্তরাঞ্চলকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল পূর্বাঞ্চল।
বিসিবি সূত্র জানিয়েছে, নির্বাচকদের প্রস্তাবে ডিসেম্বরে লঙ্গার ভার্সন শেষে জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বিসিএল-ওয়ানডে। চার দলের এই প্রতিযোগিতা হবে সিঙ্গেল লিগ ভিত্তিতে। প্রায় ছয় বছর পর বিসিএল-ওয়ানডে আয়োজন নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল আজকের পত্রিকাকে বললেন, ‘অনেক দিন আমরা এক দিনের ম্যাচ খেলছি না। প্রায় দুই বছর হলো ৫০ ওভারের ম্যাচ খেলা হচ্ছে না। এবার তাই চার দিনের ম্যাচের সঙ্গে ওয়ানডে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা নির্বাচক প্যানেল থেকে এই লিগের প্রস্তাব দিয়েছি। চার দিনের ম্যাচ শেষেই ওটা হবে।’