জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হয় ১১ নভেম্বর। সে সময় ওই ইউপির সংরক্ষিত তিন ওয়ার্ডে দুজন মহিলা প্রার্থী সমান ভোট পান। সে জন্য আজ বুধবার আবার ভোটগ্রহণ হবে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১ নভেম্বর সংরক্ষিত ওয়ার্ডে রেখা বিবি (হেলিকপ্টার প্রতীক) ১ হাজার ৭৪২ ভোট পান এবং সাজেদা বেগমও (বক প্রতীক) একই ভোট পান।
সে জন্য উপজেলা নির্বাচন অফিসের সিদ্ধান্ত অনুযায়ী আজ পুনরায় ওই দুজন প্রার্থীর ভোটগ্রহণ হবে।
সংরক্ষিত ওই ওয়ার্ডে মোট ভোটার ৬ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৪৪৮ জন এবং নারী ভোটার ৩ হাজার ৩২৭।