নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও অনেকে আহত হয়েছেন। গত মঙ্গলবার মুগু জেলার পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, নিহতের সংখ্যা ৩২, আহত হয়েছেন ১৩ জন। এতে ৪৫ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পাহাড়ি পথে যাওয়ার সময় বাসটি পাহাড় থেকে এক হাজার ফুট নিচে পড়ে যায়। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়েছিল কি না তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে স্থানীয় পুলিশ। বেশির ভাগ যাত্রী ভারত এবং নেপালের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দশাইন উদ্যাপন করে বাড়ি ফিরছিলেন।