হোম > ছাপা সংস্করণ

মোটরসাইকেলের ধাক্কায় আহত আইনজীবীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত রাজশাহী আইনজীবী সমিতির সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মহানগরীর সাহেববাজার এলাকায় প্রাইভেটকার থেকে নামছিলেন মোজাম্মেল হক। এ সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাঁর কান এবং মাথার পেছন থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে সংশ্লিষ্ট চিকিৎসকেরা অস্ত্রোপচার করেন। এরপর থেকে তিনি আইসিইউতে ছিলেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।

সাধারণ সম্পাদক আইনজীবী পারভেজ তৌফিক জাহেদী আরও বলেন, মোজাম্মেল হকের বয়স আনুমানিক ৭৫ বছর। তিনি পর পর দুইবার রাজশাহী আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এর আগেও তিনি সমিতির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ