যশোরের কেশবপুরে আলতাফ হোসেন নামে এক কৃষকের মাছের ঘেরের পাড়ে (বেড়ি) রোপণ করা ৩০০ টমেটোগাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ত। গতকাল শুক্রবার বিকেলে ওই কৃষক টমেটো গাছ নিয়ে থানায় হাজির হয়ে দুই ইউপি সদস্যসহ ৫ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আড়ুয়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের (৪৮) সঙ্গে মাছের ঘেরের বেড়ি নিয়ে একই গ্রামের রবিন শীল (৫৫), সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফফার (৪৭) ও শাপলা খাতুন (৩৬) এবং আড়ুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ বিশ্বাস (৫৫) ও সাধারণ বিধান বৈরাগীর (৪৫) বিরোধ চলছিল। গত বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা ৬ বিঘা মাছের ঘেরের পাড়ে লাগানো আনুমানিক ৩০০টি ফলন্ত টমেটো গাছ উপড়ে এবং কেটে দেন। এতে তাঁর প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কৃষক আলতাফ হোসেন বলেন, টমেটোগাছ উপড়ে ফেলানোর সংবাদ পেয়ে আমার মাছের ঘেরের বেড়িতে এসে তাঁদের ক্ষয়ক্ষতি করতে নিষেধ করলে ঘের জবর দখল করে নিবে বলে হুমকি দিয়ে চলে যান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গফফার বলেন, ‘আলতাফ হোসেন যে বেড়িটি নিজের দাবি করছেন সেটি মূলত ভ্যানচালক রবিন শীলের। আলতাফ বেড়ি দখল করে রাখায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে রবিন অভিযোগ দেন। চেয়ারম্যান বিষয়টি সমাধানের দায়িত্ব দিলে আমরা ওই ঘেরের বেড়িতে যাই। এ সময় রবিন তাঁর নিজের বেড়ি দখলে নিতে টমেটো গাছ উপড়ে ফেলেন।’
কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায় বলেন, ‘টমেটোগাছ নষ্ট করার অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’