রাউজান প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে নবান্ন উৎসব ১৪২৮ বঙ্গাব্দ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তন সংলগ্ন মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় এর আয়োজন করে রাউজান পৌরসভা। পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব প্রমুখ।