নিখোঁজের চার দিন পর নড়াইলের নড়াগাতির স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী। গত সোমবার ঢাকার মোহাম্মদপুর থেকে তাকে উদ্ধার করা হয়। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৬ জানুয়ারি ওই ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীর বাবা নড়াগাতি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার মোহাম্মদপুরে এক বান্ধবীর বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। স্বেচ্ছায় ওই ছাত্রী সেখানে গেছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের নির্দেশে সোমবার বিকেলে ওই ছাত্রীকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। মেয়েকে পেয়ে আনন্দিত বাবা-মা।
এ সময় তাঁরা পুলিশ সুপারসহ নড়াগাতি থানা-পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।