হোম > ছাপা সংস্করণ

ভোটে জিতে ভূরিভোজ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি

ভূরিভোজের আয়োজন করেছিলেন নবনির্বাচিত এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য। গতকাল সোমবার ওয়ার্ডের পাঁচ হাজার মানুষকে ভূরিভোজ করান তিনি। এতে ওয়ার্ডজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিজয়ী হন সবুর উদ্দিন। বিজয়ের আনন্দে তিনি নিজ বাড়িতে গতকাল ভোজের আয়োজন করেন। ওয়ার্ডসহ আশপাশের এলাকার পাঁচ হাজার মানুষ ভোজে অংশ নেন। এতে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

এলাকাবাসী জানান, সবুর উদ্দিন এক লাখ টাকা দিয়ে একটি ষাঁড় কেনেন। পরে গ্রামের বাসিন্দাদের সহযোগিতায় তা জবাই করে ১০টি চুলায় খিচুড়ি রান্না করা হয়। আর হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য ১০০ কেজি মুরগি দিয়ে আলাদাভাবে খিচুড়ি রান্না করা হয়। খাওয়া-দাওয়া শুরু হয় সকাল ৯টা থেকে, যা দুপুর পর্যন্ত চলে।

বিজয়ী সবুর উদ্দিন বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের জনগণের ভোটে আমি বিজয়ী হয়েছি। যার কারণে সবাইকে নিয়ে এক বেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এতে স্বতঃস্ফূর্তভাবে প্রায় পাঁচ হাজার মানুষ সকাল থেকে খাবারে অংশ নেন। আমি সবাইকে খাওয়াতে পেরে খুবই খুশি হয়েছি। এটি আমার আরেকটি বিজয়।’

ভোজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক, কলিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও অন্য ওয়ার্ডের নবনির্বাচিত সদস্যরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ