হোম > ছাপা সংস্করণ

শ্যামনগরে ৯ ইউপিতে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

চতুর্থ ধাপে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

গত শনিবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সীমানা জটিলতা নিয়ে মামলা থাকায় অন্য তিনটি ইউপিতে নির্বাচন হচ্ছে না।

ঘোষিত তালিকা অনুযায়ী নৌকার প্রার্থীরা হলেন ৩ নম্বর কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সভাপতি মো. শমসের আলী ঢালী, ৪ নম্বর নুরনগর ইউনিয়ন পরিষদে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য বর্তমান চেয়ারম্যান মো. বখতিয়ার আহমেদ, ৫ নম্বর কৈখালীতে ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সভাপতি জিএম রেজাউল করিম, ৬ নম্বর রমজাননগরে সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহানুর আলম, ৭ নম্বর মুন্সিগঞ্জে উপজেলা আওামীলীগের নেতা সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ৯ নম্বর আটুলিয়াতে ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, ১০ নম্বর বুড়িগোয়ালিনীতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভবতোষ কুমার মণ্ডল, ১১ নম্বর পদ্মপুকুর ইউনিয়নে একই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সভাপতি এস এম আতাউর রহমান, ১২ নম্বর গাবুরাতে জেলা আওয়ামী লীগের নেতা সাবেক চেয়ারম্যান জিএম সফিউল আযম লেনিন।

এই ৯টি ইউপির মধ্যে রমজান নগরে বর্তমান চেয়ারম্যান শেখ আল মামুন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হলেও স্থানীয় পর্যায় থেকে তাঁর নাম সুপারিশ করা হয়নি। বিগত নির্বাচনে তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এ ছাড়া প্রস্তাবিত শ্যামনগর পৌরসভার সীমানা জটিলতা নিয়ে মামলার জেরে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদসহ ঈশ্বরীপুর ও ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনের বাইরে থাকছে।

উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর শ্যামনগরের ১২টি ইউনিয়ন পরিষদের ৯ টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ