হোম > ছাপা সংস্করণ

জুতাচোর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

না না, এত হেসো না। বললাম তো, খেলাটার নাম জুতাচোর। স্কুলের বন্ধুদের সঙ্গে এ খেলাটি খেলতে পারবে। আবার গরমের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে সেখানকার প্রতিবেশী বন্ধুদের সঙ্গেও খেলাটি খেলতে পারবে।

খেলাটির নাম ‘জুতাচোর’ হলেও কেউ কেউ ‘স্যান্ডেল চোর’ হিসেবেও চেনে একে। এই খেলায় দুটি দল থাকে। একদল জুতা চুরি করবে এবং অন্য দল জুতা পাহারা দেবে। প্রতিটি দলে সমান সমান খেলোয়াড় থাকবে। ধরো, দল ক-তে চারজন খেলোয়াড় আছে, তাহলে দল খ-তেও চারজন খেলোয়াড় থাকবে। দল ক-তে যদি পাঁচ বা তার বেশি খেলোয়াড় থাকে, তাহলে দল খ-তেও পাঁচ বা তার বেশি খেলোয়াড় থাকবে। প্রথমে কারা কারা ক দলে থাকবে এবং কারা খ দলে থাকবে, তা নির্ধারণ করে নিতে হবে। এরপর কোন দল জুতা পাহারা দেবে এবং কোন দল জুতা চুরি করবে, তা পয়সা টস করে কিংবা অন্য মাধ্যমে বেছে নিতে হবে। এবার খেলার পালা।

প্রথমে ৫-৭ জোড়া স্যান্ডেল সারিবদ্ধভাবে সাজাতে হবে। সারিবদ্ধভাবে সাজানো স্যান্ডেলের পেছনে থাকবে পাহারাদারেরা। খ দলের খেলোয়াড়েরা যদি পাহারাদার হয়, তাহলে ক দলের খেলোয়াড়েরা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্যান্ডেল চুরি করতে আসবে। ক দলের একজন দম নিয়ে জুতা চুরি করতে আসবে এবং দম থাকতে থাকতে জুতার সমান্তরাল রেখার বাইরে থেকে খ দলের খেলোয়াড়দের ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবে। খ দলের পাহারাদারেরা যেন তাকে ছুঁতে না পারে, এমন অবস্থায় জুতা চুরি করে নিয়ে যাবে। জুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় যদি চোরকে ছুঁয়ে ফেলা হয় তাহলে সে আউট হয়ে যাবে। স্যান্ডেল সফলভাবে চুরি করা সম্ভব হলে এক পয়েন্ট অর্জিত হবে। এভাবে খেলাটি চলবে।

যে দলের একজন বাদে বাকি সব খেলোয়াড় আউট হয়ে যাবে, সেই দল হেরে যাবে। অন্য দল জিতে যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ