না না, এত হেসো না। বললাম তো, খেলাটার নাম জুতাচোর। স্কুলের বন্ধুদের সঙ্গে এ খেলাটি খেলতে পারবে। আবার গরমের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে সেখানকার প্রতিবেশী বন্ধুদের সঙ্গেও খেলাটি খেলতে পারবে।
খেলাটির নাম ‘জুতাচোর’ হলেও কেউ কেউ ‘স্যান্ডেল চোর’ হিসেবেও চেনে একে। এই খেলায় দুটি দল থাকে। একদল জুতা চুরি করবে এবং অন্য দল জুতা পাহারা দেবে। প্রতিটি দলে সমান সমান খেলোয়াড় থাকবে। ধরো, দল ক-তে চারজন খেলোয়াড় আছে, তাহলে দল খ-তেও চারজন খেলোয়াড় থাকবে। দল ক-তে যদি পাঁচ বা তার বেশি খেলোয়াড় থাকে, তাহলে দল খ-তেও পাঁচ বা তার বেশি খেলোয়াড় থাকবে। প্রথমে কারা কারা ক দলে থাকবে এবং কারা খ দলে থাকবে, তা নির্ধারণ করে নিতে হবে। এরপর কোন দল জুতা পাহারা দেবে এবং কোন দল জুতা চুরি করবে, তা পয়সা টস করে কিংবা অন্য মাধ্যমে বেছে নিতে হবে। এবার খেলার পালা।
প্রথমে ৫-৭ জোড়া স্যান্ডেল সারিবদ্ধভাবে সাজাতে হবে। সারিবদ্ধভাবে সাজানো স্যান্ডেলের পেছনে থাকবে পাহারাদারেরা। খ দলের খেলোয়াড়েরা যদি পাহারাদার হয়, তাহলে ক দলের খেলোয়াড়েরা একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্যান্ডেল চুরি করতে আসবে। ক দলের একজন দম নিয়ে জুতা চুরি করতে আসবে এবং দম থাকতে থাকতে জুতার সমান্তরাল রেখার বাইরে থেকে খ দলের খেলোয়াড়দের ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবে। খ দলের পাহারাদারেরা যেন তাকে ছুঁতে না পারে, এমন অবস্থায় জুতা চুরি করে নিয়ে যাবে। জুতা চুরি করে নিয়ে যাওয়ার সময় যদি চোরকে ছুঁয়ে ফেলা হয় তাহলে সে আউট হয়ে যাবে। স্যান্ডেল সফলভাবে চুরি করা সম্ভব হলে এক পয়েন্ট অর্জিত হবে। এভাবে খেলাটি চলবে।
যে দলের একজন বাদে বাকি সব খেলোয়াড় আউট হয়ে যাবে, সেই দল হেরে যাবে। অন্য দল জিতে যাবে।