হোম > ছাপা সংস্করণ

জাফলংয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর এলাকার ভাড়া বাসা থেকে গোয়াইনঘাট থানা-পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

নিহত ওই তরুণীর নাম লাভলি দাশ (১৮)। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ছয়ারা গ্রামের শ্যাম চরণ দাশের মেয়ে। নিহত লাভলি দাশ তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জাফলংয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাভলি দাশ গত মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন তাৎক্ষণিক থানা-পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক আব্দুল আহাদ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান।

তবে, কী কারণে লাভলি দাশ আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ও পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মোড়ল ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব একজনের লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ