হোম > ছাপা সংস্করণ

ইজিবাইকচালকদের মারধরের অভিযোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী-বাগেরহাট সড়কে ইজিবাইক চলাচলে বাধা, চালকদের মারধরের প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চিতলমারী উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে দুই শতাধিক ইজিবাইকচালক এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে ইজিবাইকচালক মো. আমিরুল গাজী, মো. শওকত আলী, প্রোসঞ্জিত মণ্ডল, মো. আমিরুল, মাসুদ খন্দকার, শেখ বাদশা, নুরু শেখ, মো. আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য দেন।

তাঁরা বলেন, চিতলমারী থেকে বাগেরহাট শহর পর্যন্ত তাঁরা যাত্রী পরিবহন করেন। কিন্তু যাত্রী নিয়ে বাগেরহাট সদর উপজেলার দেপাড়া পর্যন্ত পৌঁছালে বাসচালক ও শ্রমিকেরা তাঁদের যাত্রী নামিয়ে দেয়। তাঁদের মারধরও করে। তাঁরা এই অন্যায়ের বিচার চান।

চালকেরা বলেন, চিতলমারী উপজেলায় প্রায় ৩০০ ইজিবাইক আছে। বেশির ভাগ ক্ষেত্রে তাঁরা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছেন। এখন ইজিবাইক না চালাতে পারলে কিস্তি দেবেন কীভাবে, আর সংসার চালাবেন কী করে?

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইজিবাইকচালকেরা। উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেসার কাছে লিখিত অভিযোগ দেন তাঁরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ