হোম > ছাপা সংস্করণ

মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি ৫০ বছরেও

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পার হলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে নাম আসেনি জাকির হোসেনের। মুক্তিযোদ্ধার স্বীকৃতি না পাওয়ায় বঞ্চিত হচ্ছেন সব ধরনের সুযোগ–সুবিধা থেকে। জীবনের শেষ সময়ে এসে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকায় নিজের নাম দেখতে চান দেশ মাতৃকার টানে ঝাঁপিয়ে পড়া এই বীর।

জানা গেছে, ১৯৫১ সালে জন্মগ্রহণ করা জাকির হোসেনের বাড়ি বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের গেরামর্দন গ্রামে। তাঁর বাবার নাম আজাহার আকন। ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তাঁর বয়স ২০ বছর। মুক্তিযুদ্ধের সময় দেশকে শত্রুমুক্ত করতে অন্যদের সঙ্গে তিনিও ভারতে গিয়ে প্রশিক্ষণ নেন। ভারতের পশ্চিমবঙ্গের তকিপুর ক্যাম্প থেকে ২০ দিনের অস্ত্র প্রশিক্ষণ শেষ করেন তিনি। তারপর দেশে ফিরে ৯ নম্বর সেক্টরে পটুয়াখালী সাব ডিভিশনে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেন। তাঁর সহযোদ্ধা ছিলেন মো. ফারুক আলম, মো. মোশারেফ হোসেন, মো. শাহজাহান।

তাঁর মেয়ে লিপি আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাবা ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত ও স্বাধীনতা সংগ্রামে সক্রিয় মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর কাগজপত্র নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো কাজ হয়নি। বাবার মুক্তিযোদ্ধা পরিচয়টি যেন দিতে পারি এই আমাদের চাওয়া। গেজেটে যেন তাঁর নামটি প্রকাশ করা হয়।’

বেতাগীর ইউএনও সুহৃদ সালেহীন বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে তথ্য আসলে সংশ্লিষ্টদের মনোযোগ আকর্ষণ করার প্রক্রিয়া চালাব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ