হোম > ছাপা সংস্করণ

সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, দুদকের অভিযানে কাগজপত্র জব্দ

দিনাজপুর প্রতিনিধি

চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন দুদকের উপ-সহকারী পরিচালক মো. জিন্নাতুল ইসলামসহ ৬ জন কর্মকর্তা।

মো. জিন্নাতুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়ম ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগ থাকায় আমরা অভিযান চালাই। কিছু কাগজপত্র জব্দ করি। প্রয়োজনীয় কাগজপত্র রোববারের মধ্যে দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। কাগজপত্র পেলে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সময়ে কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ায় দুদকের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবু রেজা মো. মাহমুদুল হক, হিসাবরক্ষক শামসুল হকসহ আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে ৩১ জুলাইয়ের মধ্যে এ-সংক্রান্ত কাগজপত্র দুদক কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

ডা. আবু রেজা মো. মাহমুদুল হক আরও বলেন, ‘যে কেউ যেকোনো বিষয়ে অভিযোগ করতেই পারেন। আমরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। আমাদের সব কাগজপত্র ঠিক আছে। অভিযোগ পেলে জবাব দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ