কুমিল্লার সদর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ দুই তরুণকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার সকালে সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার তরুণেরা হলেন সদরের কৃষ্ণপুর গ্রামের মো. আকরাম হোসেন (২৩) ও মো. পারভেজ হোসেন (২১)।
র্যাব-১১, সিপিসি-২, কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় ৪৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করে আসছিলেন। এ বিষয়ে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে।