ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কাইতলা দক্ষিণ ইউনিয়ন উপ স্বাস্থ্যকেন্দ্রে এই সভা হয়।
এসএমসি ব্লু-স্টার স্বত্বাধিকারী ডা. আবু ছালেহ উদ্যোগে ও কাইতলা দক্ষিণ ইউনিয়নের পরিবার পরিকল্পনা কর্মচারীদের সহযোগী তায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাইতলা দক্ষিণ ইউনিয়নে ৯টি ওয়ার্ডের ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সের শিশুদের পুষ্টিহীনতা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে সভায় পরামর্শ দেওয়া হয়। ৬ মাস থেকে ৫ বছরের যেসব শিশু পুষ্টি হীনতা ভুগছে তাদের এসএমসি পক্ষ থেকে মনিমিক্স ও স্যালাইন বিতরণ করা হয়।
কাইতলা এসএমসি ব্লু-স্টার সেবা কেন্দ্রের ডা. সৈয়দ উবায়দুল্লার সভাপতিত্বে কাইতলা দক্ষিণ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ কেফায়েত উল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নবীনগর উপজেলা মা মনি প্রজেক্টের কো অডিনেটর মো. জালাল উদ্দীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএমসি প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস। আরও বক্তব্য দেন পরিবার কল্যাণ পরিদর্শিকা সুলতানাসহ অনেকে।