‘সারা পৃথিবীতেই বেশির ভাগ মালিকেরা কোনো না কোনোভাবে শ্রমিকদের শোষণ করে আসছে। শ্রমিকরাও নানা কারণে শোষিত হচ্ছেন। এই শোষণ শুধু আজ নয়, যুগ যুগ ধরে চলে আসছে। শোষণ নির্যাতনের জাঁতাকল থেকে বাঁচতে শ্রমিকদের অধিকার সচেতন হতে হবে।’
বাংলাদেশের সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের ক্ষমতায়ন ও মাঠের কাজের অভিজ্ঞতা বিষয়ক মতবিনিময় সভায় গতকাল বুধবার দুপুরে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী নারীর আয়োজনে বাগেরহাটের ধানসিঁড়ি হোটেলে এ মতবিনিময় সভা হয়।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম সভায় প্রধান অতিথি ছিলেন।