নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা সিটি করপোরেশনে জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় আজিমপুর কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করবেন আওয়ামী লীগের নেতারা। এরপর আজিমপুরে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে দোয়া মাহফিল হবে।
মেয়র মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীতে কর্মময় জীবনকে স্মরণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।