নান্দাইলে পানিতে ডুবে বাক-প্রতিবন্ধী দ্বীন ইসলামের (৭) মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে গত সোমবার প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পেয়ে মোয়াজ্জেমপুর ইউপির সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থীরা মিছিল বের করেন। মিছিল দেখে বাক্প্রতিবন্ধী ওই শিশু কাউকে কিছু না বলে মিছিলে চলে যায়। পরে রাস্তার পাশে স্থানীয় আবু রায়হানের ফিশারির পানিতে পড়ে ডুবে যায়।
ওই শিশুর মা ফরিদা খাতুন বলেন, নির্বাচনের মিছিল দেখে অন্য বাচ্চাদের সঙ্গে মিছিলে চলে গিয়েছিল। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজি করি। না পেয়ে রাস্তার পাশে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোয়াজ্জেমপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম বলেন, ছেলেটি বাক-প্রতিবন্ধী ছিল। শুনেছি মিছিলের পেছনে গিয়ে পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।