হোম > ছাপা সংস্করণ

সিনেমাটিক ইউনিভার্স নিয়ে সরগরম হলিউড

হলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা মার্ভেল। তাদের মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স প্রায় ৩০টির মতো সিনেমা নির্মাণ করেছে। মূলত সুপার হিরোদের নিয়েই কাজ করছে তারা, যার অধিকাংশই সুপারহিট। তবে শিল্প ক্ষেত্রে এই সিনেমাগুলো কতটুকু অবদান রাখছে সে বিষয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। আর সেই বিতর্ক নিয়ে এখন সরগরম পুরো হলিউড।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, শিল্প ক্ষেত্র হিসেবে টিকে থাকতে হলে ব্লকবাস্টার সিনেমা প্রয়োজন। নাহলে সিনেমাশিল্প মুখ থুবড়ে পড়বে অর্থের অভাবে। আবার একাংশের দাবি সিনেমা জনপ্রিয় করার যে ফরম্যাট মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শুরু করেছে, তাতে শিল্পমাধ্যম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই বিষয়ে বিস্ফোরক মন্তব্যটি করেছেন হলিউডের কিংবদন্তি নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো। তাঁর অভিযোগ হলিউডের মার্ভেলাইজেশন হয়ে যাচ্ছে। নিজের দাবির পক্ষে তিনি বলেন, ‘আমরা দেখছি অভিনেতারা কয়েকটা চরিত্রে বিখ্যাত হয়ে যাচ্ছেন। ক্যাপ্টেন আমেরিকা একজন তারকা, থর একজন তারকা। কিন্তু আসল কথা হলো এগুলো ফ্রাঞ্চাইজির চরিত্র। এদের আদৌ কি চিত্রতারকা বলা যেতে পারে?’

টারান্টিনোর এই বক্তব্যের প্রতিবাদ করেছেন অভিনেতা সিমু লিউ। এরপর বিতর্ক এগিয়ে নিয়ে যান স্যামুয়েল এল জ্যাকসন। এবার সেই বিতর্কে জড়ালেন রবার্ট ডাউনি জুনিয়র। যাকে পুরো বিশ্ব চেনে আয়রন ম্যান হিসেবে। তিনি বলেন, ‘নিজেদের মধ্যে পাথর ছোড়াছুড়ি করে লাভ নেই। এতে আমাদের সংহতি নষ্ট হচ্ছে। এটা মনে রাখলে ভালো হয় যে আমরা একটা কমিউনিটি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ চলতি বছর “টপ গান”-এর মতো সিনেমা হয়েছে, “অ্যাভাটার” আসছে। ইন্ডাস্ট্রির স্বার্থেই এই মুহূর্তে আমাদের বড় সিনেমা দরকার।’

রবার্ট ডাউনি জুনিয়র আরও যোগ করেন, ‘সব মাধ্যমেই পরিবর্তন আসে। বিনোদনজগতেও তাই। এই পরিবর্তন দেখে সমালোচনা করার আগে নিজের মনের কতটা পরিবর্তন হয়েছে, সেটা যাচাই করা দরকার। নিজেকেও কিছুটা বদলানোর প্রয়োজন আছে। তা না হলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেরা কাজটা করতে আটকে যাব আমরা।’

হলিউড সিনেমা নিয়ে এই বিতর্ক বাড়ছে দিনকে দিন। অনেক তারকা এই বিতর্কে শামিল না হলেও তাঁরা মনে করছেন, ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে সুপার হিরো সিনেমা হতে পারে, তবে রাষ্ট্রীয় ও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সিনেমা নির্মাণ চালিয়ে যাওয়া উচিত। তবেই হলিউড টিকে থাকবে স্বমহিমায়। নইলে অচিরেই এক বড় প্রশ্নবোধকের মুখোমুখি হতে হবে হলিউডকে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ