হোম > ছাপা সংস্করণ

লক্ষ্মীপুরে মাদ্রাসাছাত্রী হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে মাদ্রাসাছাত্রী রোজিনা আক্তারকে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন কৈয়লা, আঁখি আক্তার রুমা, হুমায়ুন কবির ও মো. বাহার উদ্দিন। তাঁদের মধ্যে আনোয়ার ও আঁখি আদালতে উপস্থিত ছিলেন। অন্য দুজন পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১১ ডিসেম্বর জেলার রায়পুর পৌরসভার পশ্চিম কেরোয়া এলাকার হজরত খাদিজাতুল কোবরা নুরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ও মৃত সফিক মিয়ার মেয়ে রোজিনা পরীক্ষা শেষে বিকেলে বাসায় ফিরছিল।

এ সময় পুরোনো পৌরসভা কার্যালয় ভবনের সামনের সড়কে আনোয়ার নামে এক ব্যক্তির সহযোগী আঁখি অপেক্ষা করছিলেন। আনোয়ারের কাছ থেকে ৫ হাজার টাকা নিয়ে আঁখি রোজিনাকে ফুসলিয়ে পার্শ্ববর্তী বাগানের দিকে নিয়ে যান। সেখানে আনোয়ারসহ আরও তিন সহযোগী ছিলেন।

একপর্যায়ে ওই ছাত্রীকে বিয়ে করার প্রস্তাব দেন আনোয়ার। রোজিনা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাঁরা রোজিনাকে গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তার মরদেহ বাগানে ফেলে রেখে পালিয়ে যান তাঁরা। পরদিন দুপুরে স্থানীয় লোকজন মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে মরদেহটি শনাক্ত করেন।

এ ঘটনায় ছাত্রীর মা মনোয়ারা বেগম থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৭ সালের ২৮ জুন চারজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি জসীম উদ্দিন বলেন, তৃতীয় শ্রেণির ছাত্রী রোজিনা হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ ও বাদী সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ