রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন, কুইজ, রচনা, দেশের গান ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিচ সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতা শেষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য ও নিরালা চাকমা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের অংশ হিসেবে কাপ্তাইয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।