শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের কিশোর আব্দুর রহিমের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পাঁচাউন বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন বক্তব্য দেন নিহত আব্দুর রহিমের বাবা আব্বিয়া মিয়া, বড় ভাই সবুজ মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, আব্দুর রহিমকে হত্যা করে লাশ কারা ধান খেতে ফেলে রাখল আমরা জানি না। এর কয়েক দিন আগেও এই ইউনিয়নের একটি রাবার বাগানে এক মাদ্রাসা ছাত্রীর লাশ পাওয়া গিয়েছিল। কিন্তু খুনিরা এখনো ধরা পড়েনি। আসামিদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে আসত। অবিলম্বে কিশোর আব্দুর রহিমের খুনিদের গ্রেপ্তার করে তাঁদের বিচার নিশ্চিতের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
উল্লেখ্য, গত ২৭ নভেম্বর রাতে কিশোর আব্দুর রহিম (১৫) পাঁচাউন বাজার থেকে নিখোঁজ হয়। পরদিন ২৮ নভেম্বর সকালে একটি ধান খেতে তার হাত বাঁধা লাশ পাওয়া যায়।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার জানান, হত্যাকারীদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত আছে।
তিনি বলেন ‘আশা করছি খুব তাড়াতাড়িই আসামিদের শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে।