হোম > ছাপা সংস্করণ

সেতু আছে, সংযোগ সড়ক নেই

আগৈলঝাড়া প্রতিনিধি

আগৈলঝাড়ায় একটি খালের ওপর সেতু নির্মাণ করলেও এর সংযোগ সড়ক নেই। এ জন্য সেতু নির্মাণের সুফল পাচ্ছেন না গ্রামবাসী। সেতুটির জন্য দ্রুত সড়ক নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের।

জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের রথখোলা-ভদ্রপাড়া খালের ওপর পূর্ব সুজনকাঠি শানুহার গ্রামে দেড় বছর আগে একটি সেতু নির্মিত হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) অধীনে এই সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু এখনো সেতুর সামনে কোনো সড়ক তৈরি হয়নি। সরকারি অর্থ খরচ করে এই সেতুটি নির্মাণ করা হলেও স্থানীয় জনগণ সুফল পাচ্ছে না। এতে করে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দা চিত্ত ঘরামী বলেন, ‘সেতুটি এক বছর আগে নির্মাণ করা হয়েছে। এখানে সেতু আছে কিন্তু সড়ক নেই। আমরা চাই দ্রুত সড়কটি নির্মাণ করা হয়।’

গৈলা গ্রামের মামুন সরদার বলেন, ‘এই সেতুর দুই পাশের সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করা হলে কয়েক হাজার মানুষ সেতুটি ব্যবহার করে চলাচল করতে পারবে।’

স্থানীয় গৌরাঙ্গ মণ্ডল জানান, নির্মাণের পর দেড় বছর কেটে গেলেও সেতুর দুই পাশে মাটি ভরাট করা হয়নি। আবার নির্মিত হয়নি সেতুতে ওঠা নামার সংযোগ সড়কও।

গৈলা গ্রামের বাসিন্দা রিপন সরদার, ব্যবসায়ী রুহুল সরদার বলেন, সংযোগ সড়কটি স্থাপন করে সেতুটি চলাচলের উপযোগী করা হলে সহজেই রথখোলা-ভদ্রপাড়া সড়ক ব্যবহার করে উপজেলা সদরে যাতায়াত করতে পারতাম। জনদুর্ভোগ কমে আসত।

সেতুর সংযোগস্থলে মাটি ভরাট না করায় এবং সংযোগ সড়ক না থাকায় অকেজো হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদ থেকে নির্মিত এই সেতুটি। ফলে মানুষের দৈনন্দিন কাজ কর্মে চরমভাবে ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছে প্রায় ২ গ্রামের কয়েক হাজার মানুষ।

গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু বলেন, অর্থ সংকটের কারণে সড়কটি নির্মাণ করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। বিকল্পভাবে অর্থ বরাদ্দ করে জনগণের চলাচলের জন্য সেতুর দুই পাশের সড়ক নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ