কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে দুই দিন ধরে মেরিন ড্রাইভের সোয়া এক কিলোমিটার সড়ক বন্ধ রাখা হয়েছে। হঠাৎ সংস্কারের জন্য সড়কটি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা।
সংশ্লিষ্টরা জানান, দেড় বছর আগে শহরের ডলফিন মোড় থেকে কলাতলী বেলী হ্যাচারি পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার সড়ক কক্সবাজার পৌরসভা পাকাকরণ কাজ বাস্তবায়ন করে। ওই সময় প্রায় সাত মাস সড়কটি বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এর মধ্যে সড়কটি খানাখন্দ সৃষ্টি হওয়ায় কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এ দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের সঙ্গে এ সড়কটি ছাড়া আশে-পাশে আর কোনো বিকল্প সড়ক নেই। এ সড়ক দিয়েই চলাচল করতে হয় উখিয়া, টেকনাফ, রামু ও কক্সবাজার সদর এবং পৌর এলাকার লাখো মানুষকে। পাশাপাশি সড়কটি পর্যটক ও রোহিঙ্গা শিবিরে দেশি-বিদেশি এনজিও সংস্থার লোকজনের চলাফেরায় ব্যবহার হয়ে আসছে।
অটোরিকশা চালক মহিউদ্দিন জানান, বিকল্প সড়ক দিয়ে গেলে সময় বেশি ভাঙে এ জন্য পর্যটকেরা ওই পদ ব্যবহার করতে চায় না। মেরিন ড্রাইভ দেখে দেখে পর্যটকেরা টেকনাফ পর্যন্ত চলে যায়।
হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিকেরা জানান, মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাতুয়ারটেক ও সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত করে পর্যটকেরা। দুই দিন ধরে পর্যটকেরা এই সুযোগ বঞ্চিত হয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান জানান, সোমবার থেকে সংযোগ সড়কটির ড্রেন ও সড়ক সংস্কার কাজের জন্য বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানিয়ে শহরে মাইকিং করে প্রচার করা হয়েছে।
আজ কালের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সাময়িক সময়ের জন্য পর্যটকদের লিংক রোড় থেকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।