ভিন্ন কৌশলে বর্তমান সরকার আরেকটি প্রতারণামূলক নির্বাচন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘আন্দোলন ছাড়া কোনো পথ নেই। দেশের মানুষকে রক্ষা করতে আন্দোলনের বিকল্প নেই। কারণ বর্তমান সরকার ভিন্ন কৌশলে আরেকটি প্রতারণামূলক নির্বাচন করার চেষ্টা করছে। তা হতে দেওয়া হবে না। ডু আর ডাই আন্দোলনের প্রস্তুত নিন।’
গত রোববার রাত ৮টার দিকে নগরীর আল বারাকা কনভেনশন সেন্টারে দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, ‘নেতা-কর্মীদের নামে শত শত মামলা। নিজের জীবন বাঁচাতে, বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে, দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে রাজপথে কঠোর আন্দোলন ছাড়া কোনো পথ নেই।’
এ সময় এমরান সালেহ প্রিন্স জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ময়মনসিংহ বিভাগের সব কমিটির পুনর্গঠন শেষ হবে। ৩০ ডিসেম্বর সারা দেশের কমিটি গঠনের কাজ শেষ করে আন্দোলনের ডাক আসবে। তিনি বলেন, ‘প্রস্তুতি নিন। জীবন দিয়ে হলেও আন্দোলন সফল করে হবে। তবেই সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের স্বপ্ন পূরণ হবে।’