জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে সহিংসতা হয়েছে। সহিংসতার প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় দুর্গাদহ বাজারে মানববন্ধন করেছেন স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাদহ বাজারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীর পাটের গুদামে আগুন দেওয়াসহ আরেক সমর্থককে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তাঁরা দুজনই বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হায়দার আলীর কর্মী-সমর্থক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে স্থানীয়রা পাটের গুদামে আগুন দেখে গুদাম মালিক বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্রকে ডাকেন। পরে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে ওই দিন রাত নয়টায় চঞ্চল চন্দ্র নামের আরেক কর্মী ভাদসা এলাকায় প্রচারে গেলে তাঁকে কুপিয়ে আহত করা হয়। তিনি জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি আছেন।
সুনীল চন্দ্র মণ্ডল বলেন, ‘আমাকে আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী স্বাধীনের কর্মী-সমর্থকেরা হুমকি দিচ্ছিল। গুদামে বৈদ্যুতিক সংযোগ নেই। অথচ আগুনে পুড়ল। গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।’
বিদ্রোহী প্রার্থী হায়দার আলী বলেন, ‘আমার কর্মী-সমর্থক ও ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। আমার পক্ষে কাজ করায় তাঁর গুদামে আগুন দেওয়া হয়েছে।’
এদিকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরোয়ার হোসেন স্বাধীন বলেছেন, স্বতন্ত্র প্রার্থী নিশ্চিত পরাজয় জেনে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। তাঁর পাটের গুদামে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন জানিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, আহতের পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়েছে। দুটি ঘটনায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে।