হোম > ছাপা সংস্করণ

অস্ট্রেলিয়ায় আরও কমছে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র

রয়টার্স, মেলবোর্ন

ক্রমবর্ধমান নবায়নযোগ্য শক্তির প্রবাহের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ে এবার নির্ধারিত সময়ের ৭ বছর আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রটি পরিচালনা করা প্রতিষ্ঠান অরিজিন এনার্জি জানিয়েছে, ২০২৫ সালে এটি বন্ধ করার পরিকল্পনা করছে তারা। ২০৩২ সালে বন্ধ করার পরিকল্পনা ছিল।

সিডনির উত্তরে হান্টার অঞ্চলে অবস্থিত ২.৮৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা কেন্দ্রটি একটি বড় মাপের ব্যাটারি দ্বারা প্রতিস্থাপিত হবে। এর মধ্য দিয়ে দেশটিতে সস্তা বায়ু এবং সৌরশক্তি বৃদ্ধির কারণে বাধ্যতামূলক বন্ধ হওয়া কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তালিকা আরও বড় হলো। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন অরিজিন এনার্জির প্রধান নির্বাহী ফ্রাঙ্ক ক্যালাব্রিয়া।

সাম্প্রতিক বছরগুলোয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর অস্ট্রেলিয়ার নির্ভরতা অনেক কমে গেছে। এরপরও কয়লা এখনো দেশটির ৬০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে। যার ফলে অস্ট্রেলিয়া সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তবে গত বছর অস্ট্রেলিয়ার বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ এসেছে নবায়নযোগ্য শক্তি থেকে। এই দশকের শেষ নাগাদ এটি ৭০ শতাংশের কাছাকাছি হবে।

একই সঙ্গে, নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার গতকাল জানিয়েছে, চাপ কমাতে একটি পৃথক ৭০০ মেগাওয়াট ব্যাটারি তৈরি করতে নেটওয়ার্ক অপারেটরদের সঙ্গে কাজ করবেন তারা। এর আগে গত সপ্তাহে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করা প্রতিষ্ঠান এজিএল ঘোষণা করেছে, নির্ধারিত সময়ের কয়েক বছর আগেই তারা দুটি বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ