হোম > ছাপা সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরু

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর ৯ উপজেলার ১ হাজার ২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে পাঠদান শুরু হয়েছে। প্রথম দিনে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

গতকাল বুধবার থেকে বিদ্যালয়গুলোতে সশরীরে পাঠদান শুরু হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সাপ্তাহিক ছুটি ছাড়া)।

কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, করোনার কারণে প্রায় দেড় মাস বন্ধ থাকার পর বিদ্যালয় খোলায় উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেক দিন পর সহপাঠীদের দেখা পেয়ে আনন্দিত তারা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সারা দেশের মতো নোয়াখালীর ১ হাজার ২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে আজ (গতকাল) থেকে পাঠদান শুরু হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সরকারিভাবে প্রচার-প্রচারণার পাশাপাশি নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে অভিভাবকদের অবগত করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধোয়ার জন্য সাবানের পাশাপাশি স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে বিদ্যালয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।

সাইদুল ইসলাম আরও জানান, প্রথম দিনে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও পর্যায়ক্রমে উপস্থিতি বাড়বে। প্রথম দিনে গড়ে প্রতিটি বিদ্যালয়ে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থী উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে প্রথম ২০২০ সালের ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দীর্ঘ ১৮ মাস পর গত বছরের সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চলতি বছরের গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ